শতবর্ষার মেঘ
- রুদ্র রহমান - নষ্ট ছেলে নই

পৃথিবীর ধারাপাতে সুখ
লেখা হয়নি -
এটা ভুল চোখের অবিমৃষ্য
কথা নয়, নয় নষ্ট যুবকের ।
এটি মনের জলসার দলিল -
এ জগতে সুখের আভাস
এয়ারটেল ফোনের নেটওয়ার্ক ;
বিতৃষ্ণার জলদস্যু চোখ সদা
উদাসী -
কি কল্পিত জীবন?
মৃদু হাসি আসে -
চুষে খাই ওই অকাল হাসিকে
কষ্টের মানপত্রকে লটকাই
মনের শেয়ারবাজারে ।
ক্ষেত্রফলে আঁকি কিছু
কষ্টের আয়তন, কিছু সীমানা,
কুলটা জীবের চলনে হই অষ্টম
আশ্চর্য, থমকে যাই -
কল্পনায় মদ গিলি, সিগারেট
চিবুই -
তবুও আমি নষ্ট ছেলে নই।
কলেজের ফাস্ট বয় -
কল্পনা বড়ই পিয়াসী,
ধন্যবাদ এ অকৃতজ্ঞ পৃথিবী ।
তুমিই আমার নিবের রহস্য-
তুমিই বিধাতা আমার সাহিত্যে ।
আকাশে আজও মেঘ নেই,
চাঁদ উঠেছে বিরাজিত গগনে -
কিন্তু একি?
হৃদয়ে যে আমার শতবর্ষার মেঘ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।