তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ১৩
- অনির্বাণ মিত্র চৌধুরী ২০-০৫-২০২৪

বর্ষার মেঘ সরিয়ে উঁকি দিলো নক্ষত্র রাত;
বিমুগ্ধতা ছড়িয়ে দিলো প্রাণে
বেখেয়ালে ভালো লেগেছিলো যে হঠাৎ
মগ্ন হয়েছিলেম কোন্ সে ধ্যানে!
একদিন নক্ষত্র লুটিয়ে পড়লো হৃদয় জমিনে
গ্রাহ্য করি নি। অতঃপর—
দাবানলে পুড়লো হৃদয়; আঁকা হলো যতনে
পোড়া দাগ— হিয়ার ভিতর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।