আমার মেজাজ
- সৌম্যকান্তি চক্রবর্তী

মেজাজটা মোর রাজার মত
ভয় করি না কারো ;
অন্যায়টা ও মেনে নিই না !
নিজের ভুল ও মেনে নিয়ে ,
স্বীকার করি মাথা উঁচিয়ে ;
কারো কথার ধার ধারি না !

মাসের প্রথম দিকে
নিজেকে রাজা মনে হয় ;
খরচগুলো সবই নিছক
গায়ে সুড়সুড়ি দেয় !

মাসের শেষের দিকে
আমি হয়ে যাই ফিকে !
কি করে সামলাই
তখন এই রাজাটিকে ?

তবু ও তখন ভাবি ,
কুছ পরোয়া নেই ;
রাজকোষে ধন আছে অগাধ !
মা লক্ষ্মী সহায় হলে -
চিন্তা থাকে কই ;


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।