নতুন আশা
- সৌম্যকান্তি চক্রবর্তী
আনমনা মেঘ ঘুরে বেড়ায় !
শ্রাবণের হল ঘনঘটা -
হৃদয় ও নাচে ময়ূরের মত -
পড়ে বৃষ্টির ফোঁটা ;
মনে নতুন আশা -
পাবো তোমার ভালোবাসা !
মন খুশিতে পাগল হল ,
তোমার মনের হদিস পেল !
আশাপূর্ণা হয়ে তুমি
জীবনে আমার এসে ,
খড়ের মতই চলেছিলাম !
জীবনজোয়ারে ভেসে ,
ভরিয়ে দিলে আমার হিয়া,
ফুলের মত হেসে !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।