নির্মিত শৈলী
- মনিরা বাকী ০৯-০৫-২০২৪

ভুল উপাখ্যান গড়েছ তুমি;
বলেছিলাম ঝড়,বৃষ্টি হায়নার
হিংস্র থাবা থেকে বাঁচিয়ে চলি মাথা,
কেউ আমায় মাথার উপর ছাঁদ নির্মাণ করে
দেবে এ কথা বলিনি আমি ।
কেউ এসে আমার অযাচিত দুঃখকে
করে যাবে শোষণ এমন প্রত্যাশা নয় কখনও !
কারো বলিষ্ঠ হাতের স্পর্শ নিয়ে বাঁচুক
আমার ব্যাথাতুর ব্যাথার সন্তানেরা
চাই না একেবারে !ভুল উপাখ্যানে অধিষ্ঠিত
প্রাসাদের রানী হবার স্বপ্ন দ্যাখে না এ দু'চোখ ।
কারন; নিজের জন্য শৈল্পিক নির্মাণ আমি জানি ।
বেঁচে থাকার অমিয় সুধা প্রাপ্তির প্রত্যাশা কেবল,
নিজের কাছেই আমার !
কোন এক অপরান্হে আমি নিজেই শুনিয়ে যাব নিজেকে
মুখ ও মুখোশের আড়ালে থাকা অমোঘ বাণী ।
এখানে কারো হতে আসি নি আমি, কেউ আমার নয় !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।