পদ্মপুকুরে নীলবালিকা
- আরিফুল হক দ্বীপ

নীল পিরানে এই বিকেলে
মারলে কোথায় ডুব?
পদ্মফুলযে উঠলো হেসে
স্বচ্ছ এই দিঘির বুকে-
লাগছে ভালো খুব।
ডুব দিয়ে সখি ভাবো কারে
কেজন মনের মানুষ?
এইতো আমি আছি বসে
দাও না চোখে ঠাঁই-
আহা,এ-কী লজ্জা ভেজা গায়?
নীলবালিকা উঠে এলে
রোদ ঝিমিয়ে পড়ে,
নীল আকাশে মেঘের রাজ্য-
ঝরে বৃষ্টি ঝরে।
চলে গেলে আঁখি টিপে
এইটুকুই ভাষা,
বাদলধারায় গেয়ে ওঠে পদ্মফুলের দিঘি
নীলবালিকা-
আমায় বুঝি দিলো ভালোবাসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।