নিষিদ্ধ পদের খত
- রুদ্র রহমান - অন্তহীন বিষাদে

অভাগার গল্প শুনেছি,
দেখেছি নাটকের দৃশ্যপটে
কিংবা সিনেমার শেষান্তে ।
অভাগার জন্য নেই ফ্লেভার -
নেই কীবোর্ডের বাটনগুলি ।
কষ্ট লিখার জন্য নেই এক
টুকরো পাতা -
বুকের রক্তে লিখি কিছু
বিরহের সন্ধ্যার রিভিউ,
নোটপ্যাড ও নেই,
দূঃখ গুলো চুরি করে বহুপদের
সমীকরণে ফিচার সাজিয়ে
সমাধান কষি -
ফলাফল শূণ্য এলেও হতাশ
হইনা, টিস্যু গুলো আজকাল
ভিজিয়ে ফেলি তরলের আইনে।
তবুও হাঁটতে থাকি -
কিন্তু, পথ থমকে যেতে বলে,
নিগ্রহের সুরে হারিয়ে দেয় -
তাকিয়ে রই নতুন কিছুর পানে,
দূরভিসন্ধি নেই এই ইনিংসে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।