খলনায়িকা
- আরিফুল হক দ্বীপ
মনে আছে, শুক্লা দ্বাদশীর কোন রাতে
তুমি আমি ছাদের রেলিং ধরে
ছুটে যেতে চেয়েছিলাম ওই দূর
রূপোলি আলোর জগতে-
মনে আছে আমার হাত ছুঁয়ে বলেছিলে
'কসম তোমার এই ঝিরিঝিরি বাতাসেরা
সাক্ষি,ধ্রুবতারারাও-
যদি এভাবে বুকভরে নিঃশ্বাস নিতে
না পারি তোমার বাহুতে এসে
বিধাতার কাছে চাইবো সেদিন আমার মৃত্যু।'
এতটুকু বাসতে ভালো,
তবে কি বুঝে এখন ভালো থাকো
পার্কে, চটপটি ফুচকার দোকানে
উল্লাসে হেসে?
কার বুকেতে পেলে আজ ওগো আশ্রয়?
দিয়ে গেলে ধোঁকা-
মেয়ে হতে পারো তুমি,খলনায়িকা তুমি,
পারো না হতে প্রিয়তমা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।