তোমার সাথেই…
- সৌম্যকান্তি চক্রবর্তী

অনেক কথাই যাও ব'লে -
কোনো কিছুই না ব'লে !
তোমার চোখের ইশারাতেই
কত কথা দাও বুঝিয়ে !

কোনটা তোমার ভালোবাসা
আর কোনটা ছলনা -
বুঝি না বন্ধু মাঝে মাঝে ,
একটু বুঝিয়ে বল না !

জানো অনেক ছলা কলা -
আমার তো নেই জানা !
সরলপথেই চলি আমি ,
জটিল পথ অজানা ;

ভালবাসাই শিখেছি আমি ,
তাইতো তোমায় ভালোবাসি ;
তোমার সাথে খুশি হয়ে ,
তোমার সাথেই হাসি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।