পঁচা সভ্যতার নিগড়ে
- রুদ্র রহমান - নৈবেদ্য সূত্র
ইনসুলিনে আজ চিনি নেই,
হাঁটতে শিখেছি রাজধানীতে -
কবির সাথে কাধেঁ কাঁধ মেলাতে
পারছি সাবলীল চিত্তে ।
সাবসক্রাইবার নেই চশমার ডাটায়
তবুও অবলোকন করি কিছু ফ্লেভার,
নদীর পানিতে তুখোড় গন্ধ,
আবাসিক হোটেলের নিচে পড়ে
পতিত কিছু অংশ -
তাই, চোখের পাপড়ি তুলে
আর তাকাতে ইচ্ছে হলো না ।
রিকশায় এলাম কিছু পথ -
এসে দেখি বাসের জনপদ,
বাসের ঠোঁটে রুপালি জলদস্যু -
পিছনে কিছু কাঠঠোকরা,
ধাক্কা দেয় রমনীর বাহুর চিবুকে,
নিশ্চুপ রয়, বাসের রেলিং ধরে।
নেমাটোডা জাত তুমুল নৃত্যে
চুষে নেয় মৌমাছির রস ।
থমকে থাকি -
কষ্ট আঁকি, কষ্ট চুঁষি
খাই কিছু বেদনার সমীকরণ ।
তবুও, বদলাতে পারি না সমাজের
চোখ কোন নৈবেদ্য সূত্রে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।