নপুংসক
- আরিফুল হক দ্বীপ

তার চেয়েও ভালো ওই হিজড়া সম্প্রদায়,
পুরুষ নই,নপুংসক আমরা
পারবে করতে অস্বীকার?
তবে কেন গুটিয়ে রাখি হাত
আমাদের, ভয়ে কাতর রুগ্ন মানুষের
মতো জামার আস্তিনে?
ধর্ষিতা হয় নারী,আমরা মৃত তরুলতা
চোখ নেই
বিবেক নেই
শক্তি নেই আমাদের-

আমরা তবু লিখে যাই সস্তা পদ্য
ম্যগাজিনে,দুঃখ লিখে যাই, নারীর দুঃখ-
শক্ত হাতে কেউ করতে পারি না লড়াই
বুক ফুলিয়ে কেউ বলতে পারি না-
'টেনে ধরিস না কুত্তার বাচ্চা এর শাড়ি,
এ আমার মা,বোন, নয়মাস রক্ত যুদ্ধের
পর আমার এই স্বাধীন দেশের নারী।'
২৮/৫/১৫
ময়মনসিংহ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।