লজ্জা হোক
- আরিফুল হক দ্বীপ
আজ থেকে তোমরা পড়নাকো সালোয়ার,কামিজ
কিংবা অন্তর্বাসে
ঢেকো নাকো শরীর তোমাদের,
নগ্ন হয়ে বেরিয়ে এসো-
যে যেখানে থাকো,চুলোঘর ছেড়ে
অফিস আদালত রেখে
গার্মেন্টস ফ্যক্টরী অথবা স্কুল ভার্সিটির ব্যস্ততা
ফেলে এসো জড়ো হও একসাথে
ঘেরাও করো হাতে হাত মিলিয়ে
হিম্মতের ভঙ্গিমায়ে ওই মহারাণীর বাসভবন,
নব বিপ্লবের হোক উত্থান-
যে লজ্জায় মহারাণীও স্বয়ং খুলতে বাধ্য বসন!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।