উত্তাপ ও তৃষ্ণা
- আরিফুল হক দ্বীপ
এতো উত্তাপ চাই,
যেন ঝড়ো হাওয়ায় কম্পমান নদীর উপর
অগ্নিগিরি হয়,
পুড়ে যাই তোমার কামুক শিখাতে
ফালাফালা হই নাসপাতির মতো নিজে
তোমারই শাণিত দুরন্ত তরবারিতে-
এতো তৃপ্তি চাই,
যেন নরকে গেলেও চিরতরে
না করি আক্ষেপ স্বর্গ-সুধার তরে।
এতো তৃষ্ণা ঠোঁটে,
গিলে খেতে চাই সমুদ্র তোমার
তোমার বুকে জেগে ওঠা লোমের অরণ্যে ঘষে মুখ-
বের করে দেখতে চাই সেই অবাধ্য জোয়ার।
নাভি থেকে আমার খসে পড়ে
বস্ত্র অবশেষ,দেখো চেয়ে
চিৎকার করে,করুণ চোখে ভিক্ষে মাগে-
ফিরিয়ে দেবে কি তারে??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।