ও পথিক
- রুদ্র রহমান
ও পথিক -
পথের দূরত্ব তো বেশ -
হারিয়ে না যাও, অতলে
সমুদ্রের তলে খুঁজতে গিয়েছি
তোমাকে পাইনি, আকাশে খুঁজতে
গিয়েও হতাশ হয়েছি বারংবার ।
তুমি আছো বাতাসে মিশে
অক্সিজেনের মত কোমলতা
নিয়ে -
আমার হৃদয়ে তোমার হাঁটাচলা
তোমার চোখে আমার অশ্রু,
বেদনার নীল জামা তোমার
পাপড়ির বহিরাবরনে -
হাতছানি দিয়ে ডেকেছি কতো?
হারিয়ে গেছে কত পথও,
আসোনি পথের পথিক সেজে
লুকিয়ে রয়ে বাঁচিয়ে গেছ. ..
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।