কষ্ট আবার কি?
- রুদ্র রহমান
কষ্ট আবার কি?
বোমা না অ্যান্টিবায়োটিক!
জ্বলছে কত সজল চোখের
নষ্ট পাপড়ির হলদে ডাটা -
শুকিয়ে যাচ্ছে দেহের আয়তন,
রক্ত ভাসে চোখে ভাপাপিঠে,
কচুরিপানার বুকেও কষ্ট দেখেছি,
পাখির বুকেও তুখোর কষ্ট,
নষ্ট হবার ও কষ্ট আছে ।
দালানের উঁচু রড গুলো
ভিজে -
কখনো জলে, কখনো রৌদ্রে
ওদেরও চোখ আছে, জানো?
আছে হৃদয়, জীবন ও আছে
তুমি দেখতে পাওনা -
আমি দেখি, ওদের সজল আঁখি
বলতে চায় কিছু -
পারেনি আজও বলতে!
কষ্টের ডেটাবেজে সবাই নিথর ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।