ভুলে যেতে চাই
- পথিক সুজন
ভুলে যেতে চাই
------
--------সুজন হোসাইন
------
মনে নেই স্পষ্ট কত বছর
গত হয়ে গেল মন ভূমির ।
অন্ধকারের বুকে গাঢ় নীল
দুঃখ গুলো স্ফুটিকের মত
বুদ-বুদ করে বেড়ে ওঠে ধীরে ।
নিজেকে তখন খুব অসহায়ত্ব
মনে হয় ।খুব বেশি মনে পড়ে
অতীতের হাসি মাখা সুখস্মৃতি ।
------
কোথায় যেন কিছু একটা
দুরত্ব বেঁধে দিয়েছে; যা ঢের
দুরত্ব !সীমাহীন আঁধার ।
সময়ের গন্ডি পেরিয়ে যে
অতীত এখন পিছনে ডাকে
সে তো শুধু মিছে মায়া ।
তবুও জীর্ণ হৃদয় ভাবে
তাকে সময় দিবার দিন
বুঝি বার্ধ্যকের করিডোরে
পছে মরছে নিভৃতে ।
-------
আজ বহু দিন পর হয়তো
কিছুটা ভুল করে ফিরতে
চায় সেই দিনে;সেই অতীতে ।
কিছুক্ষণের জন্য ভুলে যেতে চাই
সেই পার্থক্য;ফিরে পেতে চাই
সেই তারুণ্য ;যে সময় ছিল শুধু
দুরুন্তপনার ।হুম...!ভুলে যেতে
চাই মনো:সন্ধির বার্ধ্যকোকাল ।
----
27/05/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।