কবির দুয়ারে
- পথিক সুজন

কবির দুয়ারে
-----
--------সুজন হোসাইন
-----
ওহে-নবীন; ওহে-কবি তোমাদের বলছি
অনেকতো লিখলে কাব্য থেকে মহাকাব্য
প্রেয়সী-শ্রেয়সী,মাধুরীলতার
ভালোবাসা রাগ-অনুরাগ;
মান অভিমানের আবেগ মিশ্রিত
অভিলাসের পরতে-পরতে অনুকথা।
----
ওহে-নবীন; ওহে-কবি তোমাদের কি
চোখে পড়েনা ক্ষুধার্ত অনাথ
শিশুটির বাঁধ ভাঙা কান্না?
মাঘের হিমবাহ সন্ন্যাসীর তাড়নে
রাস্তার 'পরে পড়ে থাকা ছিন্নমূলের
ছেঁড়া জামার ফাঁকে হাড়ের কাঁপন।
----
ওহে-নবীন; ওহে-কবি তুমি লিখতে
পারোনা অন্যায়ের বিরুদ্ধে
প্রতিবাদের বাণী?
নিপীড়িত, নির্যাতিত, শোষিত
মানুষের হয়ে পারোনা করতে প্রতিবাদ
কলমের নগ্ন তলোয়ার দিয়ে?
---
সেদিনের কথা; ক'দিনই বা হলো।
দিন ছয়েক হবে হয় তো।
এক বুক পানিতে নেমে কিছু
শাপলা-কমল তুলে দিল
প্রেমিক যুগুলের হাতে মুকুল।
পাছে চাইলো সে ক'টা টাকা
একমুঠো ডাল-ভাত খাবে
পাশের কোনো জীর্ণ হোটেলে।
---
বিনিময়ে সে কি পেল?
পেল শুধু পেট ভরা লাথি।
এসব দেখে কেন তুমি চুপ করে
থাকো ওহে-নবীন; ওহে-কবি।
তোমার রক্ত কি হিমালয়ের
বরফের মত জমে গেছে?
তোমার কি মনে হয়না
একবারও নজরুলের বিদ্রোহ?
কিংবা সুকান্তের আঠারো বছর?
---
তবে কেন চুপ ওহে-নবীন?
জেগে ওঠো জয়ের দুরন্ত উল্লাসে
এসে দাঁড়াও মানবতার কাতারে।
ওহে-নবীন; ওহে কবি তুমি কি
ভুলে গেছো ৫২,৬৯,আর ৭১ এর কথা?
যাদের রক্তে ভিজলো বাংলার মাটি
বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা।
---
লিখ তাঁদের গুণ-গান
গাও তাঁদের জয় গান।
তবেই জীবন হবে ধন্য
জ্ঞানীদের আসরে হবেই গণ্য।
---
ওহে-নবীন; ওহে কবি
তোমাদের দুয়ারে এটাই আহবান
কলমের আঁচড়ে ফুটিয়ে তোলো মান।
-----
রচনা :09/12/14


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।