রাতকে আজকাল বড়ই ভয় পাই
- রুদ্র রহমান
রাতকে আজকাল বড়ই ভয় পাই -
জেগে জেগে জাল বুনি দিনের
কিয়দংশে -
হাঁটতে চাইনা গহীন রাতে
ভয় হয় বিষাক্ত সাপের অভাব
নেই এই রাস্তার জীবনে -
ভয়কে পারিনি করতে বরণ,
ভীতুর ডিমে ফেলি এখনো লালা -
চোখ তুলে আর আকাশে চাই না
কষ্ট হয় -ঘৃণা জাগে -
অণূজীব গুলো সমূলে ভাগে ।
নেইতো কোন কারণ -
চলে যাও রাত নেই তো কোন বারণ ।
রাতকে আমি ভয় পাই -
তাই, দিনকে জড়িয়ে আদর করি
আলিঙ্গন করি বুকের পৃষ্ঠায় -
দিনই আমার জীবন তরী -
দিনই আমার অরূণ প্রভাত ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।