পাশে পথ
- সীমান্ত মুরাদ ২০-০৪-২০২৪

রিকশার ঘন্টির এক ঘেয়েমি
আর কোথায় ?
পথের ভীষণ পাশ কেটেই তো
পথ চলি ৷
পিষে যাই ভীষণ আদরে
বালু
ধুলা
কাগজ
হৃদ ঘরের কষ
থুতু
পথ ছেড়ে পাশ কেটে
হাটি
হাটছি
হাটব
পথের পাশেই
পাশ কেটে
মারব
সবশেষে শাস্ত্রমতে
মরবো !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।