পরাজিত
- রুদ্র রহমান
কড়া চায়ের বুঝি না সমীকরণ -
বুঝি না রমনীর মনের লেন,
আঁকতে পারি না উর্বর জমিন
হৃদয়ে বহেনা তৈলশূন্য পবন।
কলেজের ব্লগে বসতে পারি না -
চাইনা সূত্র নিয়ে বাজী কষতে -
ইচ্ছে হয়না ঝগড়া লিখে,
কষ্ট চুষতে দিনে রাতে -
শব্দ নিয়ে খেলতে পারি,
জীবন নিয়ে তারও বেশি ।
তবুও, মুখে অঢেল হাসি -
বেদনার কালিমা নেই এতটুকুও. ..
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।