জটিল সমীকরণ
- রুদ্র রহমান
টিনের চালের ভাপা দেয়া
সেই ইটের বুকে কষ্ট দেখেছি -
কষ্ট আছে ওই সমুদ্রের লাভার
পৃষ্ঠায় -
কষ্ট নেই শুধু তোমার মনে,
তুমি উতরোল যৌবনা -
হে রমনী -
কোন বর্গীয় সূত্রে তোমার মন -
কষতে পারি না সরল সমাধান,
ভাউচারে জমে দেনাপাওনার লিস্ট,
কথিত আছে পুরাণে -
মনের হিসাবের সমীকরণ,
আমিই অভাগা বুঝি না
পাইনা, লিটমাসের ধারাপাত. ..
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।