প্রতিশোধ
- আরিফুল হক দ্বীপ

অবুঝের মতো তখন দিদিদের সেইসব
নিয়মিত অত্যাচার মনে হতো আদর,
নগ্ন আমাকে যাচ্ছেতাই বোকা বানিয়ে
নিয়ে গেছে ওরা নিরন্তর সুখ-

আজ আমারও দাবী আছে, আজ আমিও অনেক দূর
অতিক্রান্ত শেষে
ক্লান্ত হয়ে পড়েছি তোমার দুয়ারে এসে,
বৌদি জল চাই জল-'
যেমন করে সেদিন আমার বোধশক্তিহীন
অঙ্গগুলো পরখ করে মিটিয়েছিলে তৃষ্ণা,
স্বেচ্ছায় দাও খুলে শাড়ি-
আজ আমি নেংটি পড়া সেই বোবা শিশু নই-
চকলেটের লোভে তোমাদের শিকার হবো,নিজেই
করবো শাসন,
ফাঁক করো উরু-
আমার পশুত্ব হায়েনাকেও হার মানাবো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।