ভয়ের জয় হবে একদিন......
- কাজী ফাতেমা ছবি

ভয় ছাড়া যেন আর আমার কিছুই নেই
সব কিছুতেই ভয়
চলতে ভয়; কথা বলতে ভয়
ভয় আমাকে ক্ষুরে ক্ষুরে খায়
সব ভয় এসে হানা দেয় অতর্কিতে।

পথ চলতে গিয়ে দেখি পিছু পিছু
আসছে সব ভয়েরা;
তীব্র ভ্রুকুটিতে আমার আত্মা উড়িয়ে দেয়।

কথা বলতে গিয়ে দেখি মুখ ফুটে
বের হচ্ছেনা কিচ্ছুটি,
যা বের হচ্ছে সব যেন ভয়ার্তমাখা
অস্ফুট সুর
মিনমিন স্বর।

কিসের এত ভয় আমাকে তাড়া করে
আশ্চর্য্যাম্বিত হই উৎকণ্ঠায় কাটে কিছুক্ষণ।

চলার ক্ষমতা আছে, আছে কথা বলার ক্ষমতা
সত্য এড়িয়ে কেন ভয়েরা আমার স্বত্তা কেড়ে খায়।

জানি ভয়দেরকে তুচ্ছতার সাথেই ছুঁড়ে ফেলে দিব একদিন,
তখন হয়তো সময় হাতে থাকবে কিঞ্চিত।
11 November 2014 at 21:21


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।