» পাঁচটি লিমেরিক-৩০
- কাজী ফাতেমা ছবি

লিমেরিক-১৪৬ (সাপ পুড়ে খায়
কত কিছুই দেখে যাই হায় আজব দুনিয়ায়
মানুষ হয়েও এরা সাপ ধরে সাপ পুড়ে খায়
মানুষ হয়ে দাম রইল কই
মানুষ আমরা পশুতো নই,
এমন মানুষ দেখলে-ই আমার ঘেন্না লাগে গায়।
(31 October 2014)

লিমেরিক-১৪৭ (নদীর তীরে অবৈধ স্থাপনা)
জোর দখল করে করো বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপন
গড়ার আগে ভাবোনা ভেঙ্গে দিলে ক্যামনে হবে দিন যাপন
বানাও টিনশেড ছাপরাঘর অথবা টংঘর
পরের জমি দখল করে গেলে জীবনভর
সাড়ে তিনহাত মাটি ছাড়া কারোর হবে না কিছু-ই আপন ।
(30 October 2014)

লিমেরিক-১৪৮ (নিশ্চয়তা নাই ঢাকার রাস্তায়)
ঢাকা শহরে ভরসা নেই কারো আশ্বাসের
চলতে হয় সর্বদা ভরসা করে বিশ্বাসের
দিন দুপুরে ছিনতাই ডাকাতি
কেউ শুনে না কারো আকূতি
রাস্তায় বেরুলে ভরসা থাকেনা নি:শ্বাসের।
29 October 2014 •

লিমেরিক-১৪৯ (খাদ্যে ভেজাল)
খাদ্যে ভেজাল নিয়েতো কাগজে কত হয় লেখালেখি
আন্দোলনে যায় না কেউ-ই শুধু কথা কয় দেখাদেখি
নিজ মনের ভিতর ভেজাল রেখে
কিভাবে ভেজাল রুখতে শেখে!
জনতা একজোট না হলে ভেজাল যাবেনা ঠেকাঠেকি।
26 October 2014 •


লিমেরিক-১৫০ (যার কর্মফল সে নিজেই ভোগ করবে)
যে যায় সে তো যায় তার আমলনামাখান সাথে নিয়ে
তার জবাব সে নিজে-ই দিবে হাসর মাঠে গিয়ে
কি লাভ মৃত মানুষের গীবত গেয়ে
সবার জীবনেই মৃত্যু আসছে ধেয়ে
ভাল আমল মন্দ আমল কেউ কাউরে দেয় না দিয়ে।
24 October 2014 •


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।