মন কথনিকা-(৭৬-৮০)
- কাজী ফাতেমা ছবি
মন কথনিকা-৭৬
কোনো কথা বললে-ই সেযে রাগে চমকায়
আজাইরা-ই শুধু দেখি আমাকে ধমকায়
আদর করে বলবে কথা মেনে নেবে সব
তা-না করে তোলে বেসুরা কলহ রব।
(24 November 2014 at 19:48)
মন কথনিকা-৭৭
ধরতে গেলে উড়াল দাও কেনো ওগো নীল ফড়িং!
গল্প করি চলো সময়গুলো কাটছে বোরিং
পদ্মপাতায় ভাসি চলো শাপলা ফোটা বিলে
না হয় চলো সাঁতার কাটি স্বচ্ছ স্নিগ্ধ জলে ।
(23 November 2014at 21:15)
মন কথনিকা-৭৮
মারামারি কাটাকাটি গোলাগুলি বন্দুক
চামে স্বার্থপররা লোটপাটে ভরে নিজ সিন্ধুক
রক্ত ভেজা লাশ পড়ে রাস্তায়, চোর হাতড়ায় পকেট
স্বামীর ভেজাল রোজগারে স্ত্রী বানায় সোনার লকেট।
(22 November at 22:42)
মন কথনিকা-৭৯
ভাল পথে সত্য পথে মন রাখো অবিচল
সত্য পথের পথটা থাকুক না যতই পিছল
হাল ধরতে ধৈর্য্য ধরো, সহ্যের মাত্রা ছাড়ালে
সত্যের পথে বন্ধু পাবে দেখো হাত বাড়ালে।
(21 November 2014 at 21:35)
মন কথনিকা-৮০
মনের উঠোনে রোদ উঠেছে; উঠোন জ্বলে খাঁখা
জল দাওনা গো ছিটিয়ে; ভালবাসা দিয়ে মাখা
রোদে জ্বলে ঘাসফুল; বাঁচিয়ে তো আর যায় না রাখা
জ্বলে পুড়ে সব গেলে; জীবন হয়ে যাবে ফাঁকা।
(20 November 2014 at 22:21)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।