খণ্ড কাব্য.........(৬)
- কাজী ফাতেমা ছবি

১।
এম্নি করে যাচ্ছে সময়
ভুলছি যেনো পিছন স্মৃতি
কাটাকুটি জীবন জুড়ে
ঠিক নাই বুঝি মন জ্যামিতি।

২।
টাইম মেশিনটা পেলে হাতে
ফিরে যেতাম সেই আদিম যুগে
ঘুরে বেড়াতাম বন জঙ্গলে
খুঁজে নি জীবন যোগ-বিয়োগে।

৩।
সময় মানুষকে অনেক দেয়
সময়-ই আবার কেড়ে নেয়
অধিক পেয়ে উচ্ছ্বাসে মন
ভুলে-ই যায় অতীতের ক্ষণ।

৪।
হাতের নাগালে বেশী পেয়ে
অতীতের দু:খ গেলেই ভুলে!
সুখের দু:খের সমতা এনে
দুখ সঙ্গে সুখটা রাখ তোলে।

৫।
সুখ পেয়ে যদি আগের দু:খ
যাও মুহুর্তেই ভুলে
অকৃতজ্ঞ, সুখ উড়ে দু:খ
গলায় যাবে ঝুলে।
(6 September 2014 at 11:01)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।