প্রার্থনা-৮
- কাজী ফাতেমা ছবি

হাইকু (প্রার্থনা)

গুনাহগার
নিতে পারি না আর
গুনার ভার।

বিপদ এলে
স্মরি প্রভুরে, পরে
যাই যে ভুলে।

কত পাপই
করছি অবিরত
চাইছি মাফি।

সম্বলহীন
দিন নিয়ে ব্যস্ত যে
ভুলেছি দীন।

গরল পথে
হেঁটেছি বার বার
উলটো রথে

ভাবিনি কভু
নিয়ে যাবেন মোরে
একদা প্রভু।

রঙীন ধরা
আলোতে শুধু আমি
রয়েছি খাড়া।

মৃত্যুকে ভয়
অথচ জাহান্নামে
নেইতো ভয়।

কত সময়
অপচয়ে মাতাল
হয়ে তন্ময়।

ভুলেছি প্রভু
তোমার রহমত
হেলায় কভু

সময় পার
বেঘোর ঘুমে হায়
ঘন আঁধার

চোখের মাঝে
এ কোন ধাঁধা খেলে
সকাল সাঝে।

কেনো মাবুদ
হেদায়েত দাওনা
বিবেক বোধ…

পরকালের
চিন্তা মনের মাঝে
দাওনা ফের।

ভয়েতে কাঁপি
স্মরণ হলে মৃত্যু
অধম পাপি

আমারে ক্ষমা
করে দাও হে প্রভু
যে পাপ জমা।

সরিয়ে দাও
চোখের রঙ পর্দা
ছায়ায় নাও…

ভুলতে চাই
দুনিয়ার মমতা
রহমে ঠাঁই

চাইছি শুধু
বের হতে একটু
দুনিয়া যাদু..

রহমতের
ছায়াতে আটকাও
ভুল পথের

প্রার্থনা মোর
খুলো রহমতের
একটু দোর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।