আজ নাকি পূর্ণিমা?........
- কাজী ফাতেমা ছবি
শশধর......
তোকে নিয়ে কত কবিতা
কত গল্প আর গান লিখে যায় অবিরত
কবি, লেখক, প্রেমীরা...
কখনো তুই হোস খোকার কপালে টিপ
কখনো রাত জাগা পাখিদের সহচর..
রূপের মহিমায় কখনো কবিতার পাতায়
কখনো প্রিয়ার চুলে তোর সৃষ্টি জোছনা
মাখিয়ে হয় যোগ্য প্রেমিক।
সবুজ মাঠে তোর আলোয় স্নান করে কত যুবক যুবতি;
চির দিপ্যমান তুই আলোয় আলোয় মাতাল করিস দিগঞ্চল....
এতো আলো ধার করেছিস, শোধবি কেমন করে বল;
এত ঋণের বোঝা;
মানুষের ভালবাসা পেয়ে পেয়ে হোস না কিন্তু অহংকারী...।
ঝরাচ্ছিস অবিরত আলোর বৃষ্টি...
নিকষ কালোকে দুরে সরিয়ে হয়ে উঠিস প্রকৃতির দোসর,
আজও মধ্য আকাশে তোর রূপ শোভা পাচ্ছে....
হাজার ক্যামেরার শাটারে পড়বে ক্লিক
তোর ফটোতে ভরে যাবে নিউজ ফিড;
আমারও খুব ইচ্ছে করছে তোকে ভালবেসে
এক সাথে একটি রাত কাটাই একাকি নির্জন সবুজ মাঠে।
হাতে থাকবে সাদা পাথার ডায়রী;
নীল কলম,
জীবনের সব ক্লেদ, হতাশা, আকূলতা
হাসি কান্নার সব কথাগুলো
নীল কালির আছড়ে ডায়রীর সাদা পাতা ভরে উঠবে কবিতায়
তোকে ভালবাসা আর ভাললাগার মুহুর্তগুলো লিপিবদ্ধ করে
সুবহ সাদিকে পাঠিয়ে দিয়ে তোর ঠিকানায়...নীল খামে
আসব নাকি আজ তোর চাঁদোয়ায়?
(Tuesday, 13 May 2014 at 22:46)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।