খণ্ড কাব্য.........(৭)
- কাজী ফাতেমা ছবি

১।
ভাঙ্গা গড়ার এই দুনিয়ায়
বাঁচা অফুরন্ত আশায়
এইতো লীলা এইতো খেলা
একটু করেই পার হয় বেলা।


২।
হেমন্ত প্রভাতের শিশিরের ফোঁটা হয়ে মিশে থাক
আমার বাগিচার লাল পাতাগুলোতে.......
আমি ছুঁয়ে দিলেই তুমি ঝরে যাও... কিন্তু কেন?


৩।
হাওয়ায় উড়ে দেখ ঐ আমার হাজার রঙের ঘুড়ি
নীল হলুদ নয় ঘুড়ির সাথে সবুজ আকাশে উড়ি......।


৪।
মায়ের স্নেহের তুলনা হয়?
বাচ্চাকে খাইয়ে মা অভুক্ত রয় ।


৫।
শেষ যাত্রায় যাওয়া মুহুর্ত পর্যন্ত পাশে থেকো এভাবেই
ভাসবো হাসবো চলবো তোমার মনের মতো তুমি চাও যেভাবেই


৬।
নীলের মাঝে ভেসে উঠা চাঁদ
ভাঙছে আজি সকল খুশির বাঁধ
অদ্ভুত সুন্দর রাতে
হাত রাখবি কি হাতে
আমি মেয়ে তো অদ্ভুতুড়ে
উচ্ছলতা বাহির ভিতরে।


৭।
লাল নীল হলুদ সবুজ
কত রঙ দিয়ে সাজানো তরী
ভাসিয়েছিলাম তোমার বুকের সমুদ্রে
অথৈ জলে ঠাঁই মেলেনি
ভেসে ভেসে অবশেষে
জবুথবু ঠেকেছি কিনারে......
অপেক্ষায় হাত ধরে পাড়ে উঠাবে
আবার ভাসব তরী হয়ে
তোমার চোখের নদীতে।


৮।
তুমি যদি হও নীল
আমি তবে বেগুনী
তুমি হলে হলুদ
আমি তবে আগুনি।


৯।
নি:শ্বাস জুড়ে আছে ফুলের সুবাস
আকাশের পাশে দাঁড়িয়ে.....
ছুঁতে চাই নীল সীমানা........
যখন আমি থাকি আমার মাঝেই
সবই পাই হাতের নাগালে।
শুধু পাইনা তোমাকেই..
এ কেমন কুহক জীবন জুড়ে।


১০।
তোমার জন্য আনব তুলে রক্ত রাঙ্গা ফুল
ফুল নিতে আইস বন্ধু কইর না যেন ভুল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।