ভালবেসেও তো শান্তি নেই...
- কাজী ফাতেমা ছবি
ভালবেসেও তো শান্তি দেখতে পাইনে
যে ভালবাসা পাই সেটা আমি চাইনে
জোড় গলায় কে বলতে পারে ভালবাসি?
চোখে চোখ রেখে অন্তরে স্বার্থের হাসি..
যেখানে যাই সেখানেই স্বার্থ লুকিয়ে
হাতে হাত রাখতে বুক কাঁপে ধুকধুকিয়ে;
যেন সেখানে একটা অদেখা ব্ল্যাক হোল
কেউ দাঁড়িয়ে হাতে নিয়ে আঁধারের ফুল
না জেনে পা রাখলেই আঁধারের অতলে
মাটি নেই পায়ের তলায় মিশে ভূতলে
অতলে হারিয়ে দরজায় নাড়লে কড়া
দেবে না কেউ সাড়া, বুকে চৈত্রের খরা
চারিদিকে শুধু আঁধারের হাতছানি
কেউ বাড়াবে না ভালবাসার হাতখানি
আঁধারে ঘুমিয়ে ভালবাসার মানুষ
উড়িয়ে দিয়ে তার হাজার স্বপ্নের ফানুস
সে মনের অস্ফুট কথন শুনতেই পায়না
অথবা ইচ্ছে করে-ই শুনতে চায় না.....
শুধুমাত্র স্বার্থ হাসিল করতে পারেনি বলে
ভালবাসার মানুষ যায় দূর.. দূরে চলে।
(26 October 2014 )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।