অন্তহীন সুপ্তি ভাঙ্গবে কবে?
- কাজী ফাতেমা ছবি

ঘুম ভাঙ্গবে কবে বলতো?
সেই দেড় যুগ ধরে বেঘোর ঘুমে!
চোখ মেলোনি একটিবার
ঘুমে হারালে যে কত কি, হায়!

দেখ! তোমার পায়ে পায়ে কত সুখ নুড়ি
কুঁড়ালে কুঁড়াও,
না হলে ধুয়ে নিবে ঢেউয়ের পর ঢেউ এসে অথৈ এ…
অকূলে হারাবে কূল।

এত ঝড় তুফান সুনামি নার্গিস
হৃদয়ে তুললো সুরাসুর!
অঝরে ঝরলো নেত্র নদী…
ভেঙ্গে দু’কূল…
উপচে পড়া ঊর্মি এসে তোমার পায়ে আনলো আঘাত;
তখনো তুমি ঘুমে বেঘোর!
কোমায় আছ নাকি?

ভাঙ্গবে কবে বলো তোমার এই
অন্তহীন সুপ্তি…?
দেরী নেই মহাকাল ধ্বংসের…
ভালবাসার হবে এসপার-ওসপার;
দেখে নিও?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।