ভণ্ড থেকে সাবধান!
- কাজী ফাতেমা ছবি

ভণ্ডদের সব ভণ্ডামিতে
দেশটা গেছে ভরে
ধর্মের লেবাসে ঘুরে যে
মনের ঘরে ঘরে।

মুখে তাদের ধর্মের বাণী
অন্তরে ভণ্ডামি
সহজ সরল মানুষ মাঝে
চালায়রে ষন্ডামি।

মধুমাখা কথায় গলায়
মানুষের-ই অন্তর
সম্মোহনে বশে আনে
করে যাদু মন্তর।

মানুষের মাঝে বাস করে
মুখোশ পরা ভণ্ড
সুযোগে জীবনে ঢুকে
করে লণ্ডভণ্ড।

ভণ্ড হতে সাবধান থেকো
তোমরা সকলে ভাই
ভণ্ড ভণ্ডামির মুখোশে
আঁটা পুরো মুখটাই।
(20 November 2014 at 23:08)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।