তুমি যখন সামনে এসে দাঁড়াও
- কাজী ফাতেমা ছবি

তুমি যখন সামনে দাঁড়াও
ভালবেসে হাতটা বাড়াও
চোখে তাকালে দেখি সমুদ্র
অথৈ জল রূপ নিয়েছে রুদ্র।
মুহুর্তে যেন যাবো ডুবে
সকল ইচ্ছে যায় তখন উবে।

এত গভীরের ভাষা আমি বুঝিনে
ভাষা বুঝতে অভিধানটাও খুঁজিনে।

সহজ হয়ে করতে পার ভালবাসার নিবেদন
দেখি পারি কিনা উপলব্ধি করতে সুখ বেদন।

আবার যখন তুমি এসে দাঁড়াও সম্মুখে
কিছু শুনিবারে মন থাকে সদা উন্মুখে
কিন্তু, যখন তাকাই্ আবার চোখ মুখের গভীরে
ঝোঁপ আর ঝাড় যেনো তোমার মনের অথৈ আবীরে।

ঝোঁপঝাঁড়ের আঁড়ালে লুকিয়ে থাকা মানুষ যে তুমি
খুঁজে পাইনা ভালবাসা বুকে ধূঁ ধূঁ শূণ্যভূমি।

শূণ্যে একা দাঁড়িয়ে তুমি কি খুঁজে মরো
শুধু-ই যেনো সব পাওয়ার অভিনয়-ই করো।
এভাবে ঝোঁপের আঁড়ালে আর থেকোনা
কারো অন্তরে নীল কালিতে লেখোনা
সাপ বিচ্ছু পোকা মাকড়ের কামড়ের ভয় কি নেই
পায়ে কামড়ে দেবে চলে এসো গো এখানেই।

টেনে বের করে যদি নিয়ে আসি তবে
তবে তুমি শুধুই আমার হয়ে রবে।
(30 November 2014)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।