আবোল তাবোল......
- কাজী ফাতেমা ছবি
সেজেছি সঙ
কতো যে ঢঙ
এতো মন রঙ;
রাখি গো কই
ব্যাকুল যে রই
দু:খ অথৈ;
রঙে থাকি
একলা পাখি
স্বপ্ন আঁকি;
স্বপ্নে থাকে
নদীর বাঁকে
ঝাঁকে ঝাঁকে....
বকটা সাদা
ধরছে চাঁদা
তার নেই বাঁধা...
চিকচিক বালি
রূপের ডালি
পাশটা খালি..
হাঁটি একা
আঁকাবাঁকা
নাই তার দেখা;
একা বসে
পানি এসে
ভেজায় শেষে;
স্বপন বপন
মনে কাঁপন
ভাঙ্গে স্বপন;
আবোল তাবোল
শুদ্ধ কি ভুল!!
মন হয় আকুল;
কেউ! আছো নেই?
দেখ এসেই
আমার রঙে
রাঙিয়ে দেই।
17 January 2014
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।