কালোর সাথে পেতেছি মিতালী.......
- কাজী ফাতেমা ছবি

আমি আলোর যাত্রী নই
অধিক আলোর ঝলকানি চোখ ধাঁধিয়ে দেয়,
চারপাশ আঁধারে ছেয়ে যায়;
বহু বছর আলোর সাথী হয়ে ছিলাম
আলোর নাচনে আমিও নেচেছি হরদম;

আলো আমায় পথ দেখিয়ে আসছে;
অন্ধ হয়ে ছুটেছি পিছু পিছু....
একই আলোয় তোমায় দেখেছিলাম
আলো হয়ে পাশে থাকবে বলেছিলে;
তাই আমিও আলোকেই ভালবেসেছি প্রতিনিয়ত।

সকালের মিষ্টি রোদের আভাকে মাথায় নিয়ে
শিউলি ঝরা পথে পথ চলে,কখনো..
মধ্য দুপুরের ঝাঁ ঝাঁ রোদ্দুর
উপেক্ষা করে কৃষ্ণচূড়ার ছায়ায় অথবা
বিকেলের এলোমেলো হাওয়া আর
নিস্তেজ রোদ্দুরে সবুজ ঘাসে বসে
আমি ছিলাম তোমার অপেক্ষায়;

দিবাকর পশ্চিমে হেলে গিয়ে
গোধূলী বেলা ডেকে আনে ধীরে ধীরে,
দিনের দীপ্তি মিশে যায় তিমিরে;
হতাশা মিলায় যেয়ে শুন্যে,
তুমি আস নি;হয়তো আসবেও না,
নিরালোকে একা আমি;
তিয়াসিত মনে তখন নির্বর্ষা....
নিষ্প্রদীপ জীবন বাড়ায় আকিঞ্চন।

তুমি এসেছিলে জীবনে আলোর যাত্রী হয়ে....
হারায়ে গেলে সে কোন আঁধারে
বুঝতে যে পারিনি;আলো নয় কালোও হয় বন্ধু কারো।

আলো পেড়িয়েই যেতে হয় আঁধারে
ডুবতে হয় আঁধারে,ভাসতে হয় কালোয়।
কালো হলো বন্ধু আমার,
অমাবস্যা নামে পূর্ণিমায়...
নিকষ কালোয় আমি শুনি নিশির পাতা ঝরার মর্মর ধ্বনি,
নষ্টকলের টিপ টিপ পানি পড়া
আর দেয়াল ঘড়ির টিক টিক শব্দ
এরা আমার বন্ধু হয়;
আমার সুরে সুর মিলায়...

কালোর সাথে গড়েছি মিতালি,
আলো নয় আর,হয়েছি কালোর যাত্রী;
এখনো অপেক্ষায় আছি তোমার,
তবে আলোতে নয়;নিরালোকে এসো;
একশ দুইটি কালো গোলাপ হাতে নিয়ে,
দেখ,আমি ঠিকই চিনে নেব তোমায়;
ধরে নিব হাত শক্ত করে;
হারিয়ে যেতে দিব না তোমায় আর আলোতে.....
কি আসবে তো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।