ধূলায় লুটায় শান্তি
- কাজী ফাতেমা ছবি
সুখের অনুভুতিগুলি বাবল হয়ে উড়ে
আমার অসীম নীল আকাশে
হাজার রং ছড়ায়ে উড়াউড়ি স্বাধীনতায়
ছুটে যাই ধরার প্রয়াসে;
ছুটার অন্ত নেই; সেই যে কবে ছুটে চলেছি
ক্ষান্ত নই অপার আয়াসে
আকাশের সব নীল ঝরে পড়ে সাগরের বুকে
নীল ঝরে আকাশ ফ্যাকাশে।
রং বেরংয়ের বাবল সুখ সুখ অনুভুতি নিয়ে
ভেসে বেড়ায় হায় বাতাসে
ধরা দেয় না বাবল; পিছু পিছু দৌঁড়াই.. ছুটি
শুকনো প্রাণ মরে তিয়াসে।
একটু ছোঁয়া দিলে মিলায়ে যায় হাওয়ায় বাবল
এসো সুখ একটু আভাসে
ভাসায়েছি নৌকা দূর সুদূর কোন সে অজানায়
তীর নাইরে..ভাসি নিরাশে
ধুলায় লুটায় সুখ; মৃত্তিকারসাথে গেলো মিশে
আর সুখ হাসে উপহাসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।