ফিরে এসো পরানপাখি
- আরিফুল হক দ্বীপ
কোথায় করো ছুটোছুটি ওরে ও পরানপাখি,
বেড়ার ফুটো বেয়ে জোছনা আসে
কই তুমি রাতের আন্ধারে-
বেশ্যা খুঁজো?
আমাকে দেখো না সেজে আছি কেমন
মনের মতো তোমার
মালা,চুড়ি লিপস্টিকে- কারে তবু খুঁজো?
চাইলে তুমি ওই নষ্ট মেয়েদের মতো
আমিও হাসতে পারি দাঁত কেলিয়ে
গাইতে পারি উতলা গান,
চাইলে তুমি খচ্চর গালও দিতে পারি তোমায়
ওদের মতো করে।
তবু তুমি শূন্য করে আমায় থেকো না দূরে
যেওনাকো ওই পাপের দরজায় আর,
ফিরে এসো ওগো মোর পরানপাখি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।