কে না দেখে স্বপনে মুক্তির আশা
- অরুণ কারফা

কে না দেখে স্বপনে মুক্তির আশা
কে না চায় জীবনে ভাব ভালবাসা
ভাগ্যবাদী ভাবে নেই যা কপালে
তার ফলে
অপূর্ণ থেকে যায় তার মেটেনা
সে দূরাশা।

সবাই জানে প'রে উঠলে তুফান
বিদলিত হতে পারে অগণিত প্রাণ
হতে পারে বেহাত
প্রচুর সম্পত্তি নির্ঘাত
আর ভূলুন্ঠিত হতে পারে প্রাপ্ত
সম্মান।

তাই প্রায় সকলেই চায়
ঋতু বসন্ত
স্বেচ্ছায় আসুক আর
থাকুক অনন্ত
তারা ভাবে কি,
কে যাচ্ছে নিতে অযথা ঝুঁকি
খুলতে গিয়ে গিঁঠ সমাজে
জড়িয়েছে যত।

তারা ভাবলেও তারে পর, আসবেই ঝড়
নামলেও বৃষ্টি, রোদ উঠবে তারপর
ভিজলেও হাওয়া আবার শুকোবে দাওয়া
স্বল্প উঠোন আর ছোট্ট কুটীর ঘর।

তাই মেলেছি নয়ন এলেই দেখব ক্ষণ
আবির্ভূত হয়ে যে পাঁচজনেরি মতন
ছোট হলেও দেখতে সমষ্টির স্রোতেতে
শঙ্ক্ষধ্বনি তুলে মূলে জাগাবে চেতন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।