একাকীত্বের সাম্রাজ্য
- রুদ্র রহমান
কাউকে থাকতে বলেছিলাম -
বলেছিলাম আমার হৃদয়ে
একাকীত্বের অপার সাম্রাজ্য,
আমি বিশাল একাকীত্বের অধিপতি -
তবুও কেউ আসেনি,
গোলাপ গাছের পাপড়ি শুকিয়ে গেল-
ঝরে গেল রাণীকে বরণ করার
সতীর্থরা -
দরকার নেই আর কোন আবেগের,
সৃষ্টি জগতের একচ্ছত্র অধিপতিই
যথেষ্ট আমার একাকীত্ব জগতের
সাথী হতে -
এটাই বেশ সহজ সমীকরণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।