কষ্ট দাও -কষ্ট খাবো
- রুদ্র রহমান

নাই বা দিলে মাথাব্যথা-
চাইলাম না হয় আর,
আর কত জেদ পুঁষে ফিরাবে বারবার ।
এ কি বলো হার?
কষ্ট আমার তুরুপের তাস,
কষ্ট নিয়ে করি চাষবাস -
সুখ নিয়ে নেই -
কোন উপহাস ...
এটাই বুঝি আসল জীবন -
কষ্ট করে চলার,
কষ্ট ছাড়া পথ চলার নেইতো
কোন স্বাদ -
কষ্ট দাও -কষ্ট খাবো -
এই মেলেছি হাত ....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।