উপসংহারের পানে তাকিয়ে
- রুদ্র রহমান
পায়ের কম্পাসে পথের শেষ নেই -
দিক ভুল করার সম্ভাবনা বেশ উচ্চ
হারে ধাবিত হয় কড়িকাঠ,
ভুল হতে বাধ্য -
পদাঙ্ক চলে যায় শয়তানের পানে -
ভুলে যাই পুলসিরাতের ধারালো,
তীক্ষ্ণ চুলের বিনুনির ধারাবাহিক পর্ব।
দৃষ্টির সামনে ফ্লেভারের মূর্ছনা
ছোপ ফেলে কলঙ্কিত করতে চায়
সোডিয়ামের মত চাকচিক্য হৃদয়কে -
বিষাক্ত পরিবেশ নষ্ট করতে
আগ্রহী সতত -
হাঁটতে পারি না ইচ্ছে মত,
এ নর্দমা আমার জন্য নয় -
মনে রগড়ে কুলোপনা ভয় ।
ইস্রাফিল (আঃ) বসে -
ঠিক নেই কখন বেঁজে ওঠে শিঙার সুর
অথচ এখনো বেড়ে চলেছে অশুর।
আই ফোনে চাইতে ভয় হয় -
অশ্লীল ছবির জেলখানা এই মেমরীতে,
হার্ডডিস্ক নিশ্চুপ হয়ে রয় -
আবার লাগে ভয়,
মৃত্যু আমার ঘাড়েই ঝুলে -
দূরে কিন্তু নয় .....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।