তোমায় দেখতে না পেয়ে
- রুদ্র রহমান
তোমায় দেখতে না পেয়ে -
দেয়ালে মাথা চাপড়ে কষ্ট
পাওয়াই ভালবাসা ।
তোমার বক্র কথায় ইচ্ছে
হয় -
জীবন নিয়ে ধবংস করি দ্বিঘাত
সমীকরণে,
তোমার একটু কথা পরপুরুষের
সাথে -
বুকে তোলে হিংসার উত্তাল ঢেউ,
একি ভালবাসা নয় -
শুধুই কি রসায়নে রসনা মেলে?
নাহ, হৃদয়ের পাঁপড়ির উত্থান
পতনে ভালবাসার রঙ
প্রদর্শনী হয়...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।