মেলে ধরেন ছাতা
- রুদ্র রহমান

শান্তির শামিয়ানা বিছানো
শূন্যের বিস্তৃত মসনদে -
শান্ত ঐ গাছের পাতা,
গান ধরেনি কোকিল আজ -
তসবিহ নিয়ে ব্যাস্ত সবাই
লেগেই আছে হরেক কাজ ।
শান্তি পেতে চাই সবাই -
আমি -তুমি - গাছের পাতা
ইবাদতের মশগুলে সৃষ্টিকারী
মেলে ধরেন ছাতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।