শান্তি নিকেতন
- রুদ্র রহমান
মন্ডপে ঘুরে ফিরে মন্দির দেখেছি -
শান্তি পাইনি, কষ্ট ভুলতে পারিনি ।
প্যাগোডা ঘুরে ফিরে গীর্জা দেখেছি -
কষ্ট ভোলার সূত্র মেলেনি ।
কষ্ট ভোলার, শান্তি মেলার
অস্তিত্ব খুঁজে পেয়েছি মসজিদে ।
মসজিদ ছাড়া কেউ আমাকে তৃপ্ত
করতে পারেনি -
খুঁজে পেয়েছি কষ্ট ভোলার ফর্মুলা-
কবির নিকটে মসজিদই উওম
শান্তি নিকেতন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।