হারাতে চাই না জীবন তরী
- রুদ্র রহমান
মিথ্যা বলেই মনের খাতায়
নাম লিখেছি -
সত্য তাই এ উপন্যাসে নেই ;
কফিনের চারপাশের কড়িকাঠে
খড়কুটো জমে গেছে,
নীলাভ রঙ ফুটেছে বিলবোর্ডে -
ভাউচার গুলি মূল্যহীনতায়
ধুঁকছে -কাঁশছে,
মিথ্যা ভালো বয়ে আনেনি ।
ভালবাসার ছোট্ট দ্বীপে
রওনা পড়ে, ভয় নেই -
নেই হারানোর কোন ভগ্নাংশ,
মিথ্যে ভালো বেসো না -
হয়োনা মিনিটের কাঁটা -
ঘড়ি হয়ে বদলে দাও একুশ
শতকের সোনার মোড়ক -
সত্য চোখের পাপড়ির ঝলকানি
হৃদয়ের বুদবুদে শিহরণ তোলে ;
অবিমিশ্র চোখে চাইনি কখনো -
হারাতেও চাই না জীবন তরী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।