শুক্ল পক্ষের পঞ্চমী তিথি
- অরুণ কারফা
শুক্ল পক্ষের পঞ্চমী তিথি
বাঁধ ভাঙ্গা বানে ভেসে যায় বিথী
এমন রাতে যমুনার বুকেতে
কি করা উচিত সেই ভাবনাতে
উচ্ছল ঢেউ খেলে জলকেলি
চমকে উঠে গায় পাখপাখালি।
খণ্ড খণ্ড করে বায়ু কে তারা
সরণী ধরে এগোয় তরঙ্গরা
বর্তমানকে ইতিহাস করে
একবার দেখেনা পিছন ফিরে
একবার ভাবে না পুরনো কথা
কোন কিছুই মনে দাগে না ব্যাথা।
তবে কি মস্তিষ্ক বলে
নেই কিছু নদীর?
নাহলে কোথা হতে সাহস
পায় সে প্রগতির?
মানব সভ্যতারে জন্ম
দিয়ে সে কিনারে
তারি দূষণ বহন করেও
সহনও ক’রে
নীলভ রঙ আজ হয়েছে কালো
এই বোধ হয় মন্দের ভাল
নিজের পায়ে নয় ছেলে দাঁড়িয়ে
নাই বা দেখল আর বাপ মায়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।