অজ্ঞাত অন্তরায়
- রফিকুল ইসলাম রফিক

তেমন তেমন করেই ঘরে, হলো তার
জীবনের প্রথম প্রবেশ
মানচিত্রে অংকিত হলো
আপন হাতের ছোঁয়ায় -আপন স্বদেশ।
অঙ্কুরিত হলো বীজ, দিনে দিনে
মাঠখানি সবুজে সবুজ
শীতল হলো দেহমন
কাংখিত বৃষ্টির ধারায়।
কী যেনো -তবুও নেই
কাঁদে মন, অজ্ঞাত অন্তরায়।
পূর্ণতার ভেতরে লুকিয়ে কাঁদে
কী যেনো এক অব্যক্ত- অপূর্ণ সবুজ।
আপন অস্তিত্ব থেকে
তবু মনে হয়- কী যেনো হারায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।