‎পিরামিড‬ কবিতা
- রুদ্র রহমান


মুখ
চুপটি,
মেরে গেছে।
কান পচঁনে,
দৃষ্টি শক্তি মৃদু ।
আহ, কি দৃপ্ত কনঠ,
হে বজ্রবাসী সৈনিক,
পদাহত করো বেদনা,
শক্ত বুকের পাটা খানি,
তোমার মত বীরপুরুষ,
এই যুদ্ধে খুবই প্রয়োজন ।
বেড়িবাঁধ ভেঙে জীবদ্দশায় আনো,
সংগ্রাম দানিবে, রিক্ত হাতে অবাধে,
মরনের সুখ , বুকের মাঝে উদগ্রীব।।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।