মহা সত্যের সুদীপ্ত পাতা
- রুদ্র রহমান
ভুলে গেছি -
সত্যিই ভুলে যাইনি!
কি করবো বলো?
ইচ্ছে তো আর বেঁধে রাখা যায় না,
আকাশ যোগে ইচ্ছে হয় বার্তা করি -
খোঁজ খবর নেই,
তুমি যে আমার কবিতার রাজকন্যে -
তুমিই কলমের উদ্বায়ী পদার্থ,
তোমার অস্তিত্বে অক্সিজেনের
অবারিত পরশ -
বন্ধু সত্যিই চশমার ডাটা,
সাবসক্রাইবার হয়ে চলে বিষম পথ -
যদিও শুকিয়ে যায় ডোবা -খাল -নদ,
বন্ধু তুমি ছায়ায় মতো রবে বাহুডোরে -
এটাই মহা সত্যের সুদীপ্ত পাতা ....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।