মহাকাল
- রুদ্র রহমান

জীবনের স্বরলিপি করিয়া রচন,
মিছে রোগে জাগে হৃদ?
কাঁপিছে কুন্তল!
অদূরেতে মন
শোকে সবি বিসর্জন।
চর জেগেছে বুকে
শোষিতে পদতল,
মিছে ভালবাসা খানি
উবে উপবন
সদা বিমর্ষ চিত্ত
খেলিছে উতরোল।
উৎকন্ঠিত সভ্যতা চিন্তিত ভুবন,
অকপটে নেমে তাই ঘোর
মহাকাল!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।